##পরদোষচর্চাকারীর অব্যর্থ যুক্তি##


কে বলেছে, -কিছুই করি না আমি?

একটা কিছু তো নিশ্চিতভাবে করি,

--নিজেকে না-শুধরিয়ে অন্যের দোষ ধরি।


কে বলে যে, এখানে কিছুই করি না আমি?

অনেক কিছুই তো করি,

--প্রকাশ্যে যাদেরকে ঘৃণ্যরূপে

যেভাবে আপনাদের কাছে তুলে ধরি

অন্যদের সামনেও বিস্তারিতভাবে

ওদের দোষগুলো মেলে ধরতে ক্লান্তি বোধ করি না।

ঘরে-বাইরে পাথারে-ইথারে আমার সম-মনা

বন্ধুদের উৎসাহ যেভাবে পাই,

--নিঃসন্দেহে আমি নিষ্ঠাবান,

--সমর্থকেরাই আমার সাক্ষ্য-প্রমাণ,-

অতপর, কে পারে বলতে যে, --কিছুই করি না আমি?


নিজের অপরাধকেও গোপন করি না, -প্রকাশ করি,

--তাই আমি পরদোষচর্চার অধিকারী।

দোষগুলো আমি এমনভাবেই খুলে-মেলে ধরি

যেন ওদের জঘন্য অপকর্ম দেখে, -কখনো আর কেউ

রাখতে চাইবে না কোনো যোগসূত্র ওদের সাথে

এবং ঐ ঘৃণ্যগুলো যেন থাকে বহুদূর তফাতে।

কে তবে বলছে যে, কিছুই করিনি আমি!?


--ঘৃণ্যগুলোকে ঘৃণ্য হিসেবে সরিয়ে একঘরে করে

গোপনে আমি নিজেই গিয়ে ঢুকি ওদের ঘরে

আর নিজের কুকর্মের সহযোগিতা পাবার জন্যে

লোকচক্ষুর আড়ালে সপরিবারে ঐ ঘৃণ্যগুলোর পায়ে পড়ি।

অবশ্য তারও আগে, --কেবল ব্যক্তিগত লাভের লোভে

ঐ ঘৃণ্যগুলোর অর্জিত সফল কৌশলগুলো

হরণের চেষ্টা ব্যর্থ হবে জেনে চুরির চেষ্টা করি

অথবা, ওদের প্রযুক্তি চুরি করতে গিয়ে

চূড়ান্ত সতর্কতার পরও বার বার ধরা পড়ি,-

তবুও কেউ কি বলবে যে, কিছুই করি না আমি?


এত কিছুর পরও, -কেউ বলতে চাইলে বলতে পারেন,-

তবে কখনোই আমাকে নয়,-

--বলতে পারেন ঐ আহাম্মকগুলোকে, -যারা

বাস্তবতার নিরিখে অথর্ব অচল, --এখানে,

কেবল জীবিকার দায় মেটানো ছাড়া

তেমন তেজোদীপ্ত কাজের মতো কোনো কাজ

কখনোই করে না তারা।

হ্যাঁ, যে-কেউ বলতে পারেন, -ওরা ঐ সাধারণ জনগণ,

অথর্ব অচল কিছু জনসাধারণ, ঝাঁজালো বুদ্ধিমান নয়,-

আমার মতো তেজোদীপ্ত তাগড়া নয়, নিতান্তই কাঙ্গাল,-

এ জগৎ-সংসারে ওরা প্রমাণিত জঞ্জাল,-

বাস্তব সাক্ষী যার নিত্য মহাকাল।

ঐ শীতল মানুষগুলো নিজেদেরকে শুধরানোর কাজে

ততখানি ব্যস্ত যে, -এমনকী, একান্ত অবসরেও

পরদোষচর্চার সময় পায় না।

ওদেরকে নাগালে পেলে, যে-কেউ বলতে পারি,-

--তোমরা তো হে, কাজের কাজ কিছুই করো না!

কিছুই করো না! কিছুই করো না।..


আমরা কিছু দলোগণ, শক্তি আমাদের সঙগঠন,

নিজেরা ধ্বংস হবার আগে কখনো ক্লান্ত হই না,-

দায়িত্ব না-পেলেও কর্তব্য থেকে সরে রই না।

তবুও কি শুনতে হবে, আমি বা আমরা কিছুই করি না!?

জরুরী জনগুরুত্বপূর্ণ কাজ তো কেবল আমরাই করি,

--নিজেদেরকে না-শুধরিয়ে অন্যের দোষ ধরি।


রঙ্গপুর:- ২৫/০৩/২০১০ খ্রি: করণিক : আখতার ২৩৯ ।